বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথ মানে উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বাঁক সরলী করণের জন্য মদিনার আবাদ মৌজার বি আর এস খতিয়ান ৪৬২, ৪৬৭, ০৯, ৪৬৭, ২০৭ ও ২৭৭# বিআরএস দাগ নং- ৮৯০, ৮৯১, ৮৯২, ৮৯৪, ৮৯৫, ৮৯৭ ও ৯১৪ মোট ০.২৫০ একর জমি অধিগ্রহণ ও উহার দথলের জন্য অধিগ্রহণকৃত জমির ভূমি মালিক/স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণ নিজে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে সরাসরি আবেদন করুন। ক্ষমতা প্রদানের জন্য নির্ধারিত ফরম ব্যবহার করুন। অনলাইনে আবেদন, ফরম ও পদ্ধতি জানার জন্য একার্যালয়ের ওয়েব সাইট www.khulna.gov.bd ভিজিট করুন।
* উক্ত সম্পত্তি তাহার/তাহাদের স্বার্থের প্রকৃতি এবং উক্ত রূপ স্বার্থের ভিত্তিসহ দাবীর পূর্ণ বিবরণ প্রদান করিবেন এবং উক্ত সম্পত্তি বা উহার কোন অংশের অংশীদার, লীজ গ্রহীতা অথবা অন্য কেহ উহাতে স্বার্থবান হইলে বা উক্ত সম্পত্তি বাবদ তাহারা কেহ কোন স্বার্থ বা লভ্যাংশ/লাভ করিয়া থাকিলে উহার প্রকৃতি সম্পর্কে যতদুর সম্ভব বিবৃতি প্রদান করিবেন অথবা লিখিত বিবৃতি পেশ করিবেন। শুনানীকালে প্রদর্শনের জন্য সকল দলিলাদি/কাগজপত্র সংগে আনিবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস